জিহাদ পরিত্যাগকারীদের উদ্দেশ্যে-৩য় (শেষ পর্ব)

 

 জিহাদ পরিত্যাগকারীদের উদ্দেশ্যে-৩য় (শেষ পর্ব

শাইখ আব্দুল্লাহ আল মুহাইসিনী হাফিযাহুল্লাহ

জিহাদ পরিত্যাগকারীদের উদ্দেশ্যে দেয়া শাইখ আব্দুল্লাহ আল মুহাইসিনী হাফিযাহুল্লাহ এর একটি সাক্ষাৎকার থেকে ইষৎ পরিমার্জিত।

তৃতীয় ও শেষ পর্ব।

বিষয়: জিহাদে আসার শর্তসমূহ


"نَحْمَدُهُ وَنُصَلِّي عَلَى رَسُولِهِ الْكَرِيمِ، أَمَّا بَعْدُ"

মানুষের এইসব ভুল এবং আপনার মনের দ্বন্দ্বগুলোকে সরিয়ে দিয়ে জিহাদের জন্য আসুন। আপনারা যারা ময়দানের বাইরে রয়েছেন আপনারা রাত ৩ টায় আল্লাহ তায়ালার কাছে আপনাদের আর্জি গুলো পেশ করুন। এবং আপনার অন্তরকে আল্লাহর কাছে বিক্রি করে দিন। আল্লাহ তায়ালার সাথে সৎ হোন।

কিন্তু দুটি শর্ত আছে যদি আপনি জিহাদের জন্য দাড়াঁতে চান।

প্রথম শর্ত : তাকফিরের বিষয়গুলো থেকে দূরে থাকুন। এগুলো আলেমদের জন্য ছেড়ে দিন।

একইভাবে আপনি জিহাদে থাকা অবস্থায় তায়াম্মুম সম্পর্কে না জানেন অথবা কাউকে ভুলবশত হত্যা করে ফেলেন, আপনি তখন আলেমদের কাছে যান এবং বলুন : শাইখ, আমি এটা এভাবে করে ফেলেছি...।

কোন দল কাফের, কোন দল কাফের নয় ইত্যাদি বলা থেকে বিরত থাকুন।

এগুলো আলেমদের জন্য ছেড়ে দিন, তাদের জিজ্ঞাসা করুন। আল্লাহ তায়ালা আপনাকে এই গুরু দায়িত্ব থেকে মুক্ত করেছেন। এটা আলেমদের উপর ছেড়ে দিন।

আপনি যদি জিহাদে এসে তাকফির এবং বিতর্কে লিপ্ত হয়ে যান তবে জেনে রাখুন, আপনি একটি ফিতনা ছেড়ে আরেকটি ফিতনায় জড়িয়ে যাচ্ছেন।

দ্বিতীয় শর্ত : অধিকার ছাড়া কোনো মুসলিমকে হত্যা করবেন না।

কেননা, ওমর রা: বলেছেন, "অধিকার ছাড়া পবিত্র রক্ত প্রবাহিত করা এমন একটি গুরুতর অপরাধ যার থেকে ভুলকারীর পালানোর সুযোগ নেই।"

যারা জিহাদে আসতে চান এবং আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আনুগত্যের বায়াত দিতে চান তাদেরকে অবশ্যই এই দুই শর্তের উপর আসতে হবে।

আল্লাহ তায়ালা আমাদেরকে বরকতময় জিহাদি কাফেলায় শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।


وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللّٰهِ، تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ

0 মন্তব্যসমূহ