ইন্টারফেইথ ও মর্ডানিজম - ১পর্ব
যে সকল লোক আল্লাহ এবং সবচেয়ে প্রিয় তাঁর নবী রাসূলুল্লাহ ﷺ এর অবাধ্য হবে, তারা জাহান্নামে প্রবেশ করবে।
এখানে জানার বিষয় হল – রাসূল ﷺ এর অবাধ্য প্রত্যেক ব্যক্তিই কি জাহান্নামের আগুনে পুড়বে?
শিরক আকবর বা কুফর আকবরঃ-
যদি কেউ শিরক আকবর করে এবং তার উপরই মৃত্যবরণ করে, তাহলে সন্দেহাতীতভাবে সে ব্যক্তি চিরকাল জাহান্নামের আগুনে পুড়বে।
যদি কেউ মৃত্যুর আগে কুফর বা শিরক ত্যাগ না করে,
তাওবাহ না করে এবং
ঐ অবস্থাতেই মারা যায়;
তাহলে সে চিরকাল জাহান্নামে থাকবে।
কেউ যদি শিরক করে, তবে তার সব আমল নিস্ফল হয়ে যাবে।
এবং সে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে।
মনে রাখবেন -
যদি কোন অমুসলিম ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ গ্রহণ করা ছাড়া,
বিশ্বাস করা ছাড়া,
ঘোষণা করা ছাড়া মারা যায়;
তাহলে সে কাফির।
এই সত্য অস্বিকার করার কোন উপায় নেই।
ইন্টারফেইথ ঠিক এই আকীদারই সর্বনাশ করতে চায়।
সারা বিশ্বের মুসলমানদের জন্য এইটা একটা বড় ষড়যন্ত্র।
ইন্টারফেইথ প্রচার করে - ‘সকল ধর্মই সঠিক।’ সকল ধর্মই শান্তি ও সম্প্রীতির কথা বলে।
কথাটি শুনতে ভাল লাগলেও বাস্তবে এই ইন্টারফেইথ মুসলমানদের জন্য ঈমান বিধ্বংসী ষড়যন্ত্র।
ইন্টারফেইথ নিজেই একটা স্বতন্ত্র ধর্ম।
অথচ এইটা এমনভাবে ছদ্মবেশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে, মুসলিম তরুণ যুবকেরা বুঝতেই পারেনা - কখন ইন্টারফেইথের মাধ্যমে তারা তাদের ঈমান হারিয়ে ফেলেছে।
বর্তমানে ইন্টারফেইথ প্রবেশ করানোর ক্ষেত্রে ধর্মীয় নেতাদেরকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইহুদীবাদীরা আজ মুসলমানদের উপরে যে আগ্রাসন চালাচ্ছে, মুসলমানরা যেন তাদের নির্যাতন বা ষড়যন্ত্রের বিরুদ্ধে এক হতে না পারে, আঘাতের বদলে প্রতিঘাত করতে না পারে - সে জন্যই তৈরী করা হচ্ছে কথিত এই ইন্টারফেইথ সিস্টেম।
যা আজকে সারা পৃথিবীতে চালানো হচ্ছে আন্তঃধর্মীয় ঐক্য সম্মেলন নামে।
ইহুদীবাদীরা জানে মুসলিমদেরকে একেবারে ইসলাম থেকে বের করে আনা কষ্টসাধ্য, তাই আল্লাহর দুশমনেরা ইন্টারফেইথের এই বিষ উম্মাহর মাঝে ঢুকিয়ে দিচ্ছে।
যার মূল লক্ষ্য মুসলিমদের তাওহীদকে নষ্ট করা, মৌলিক আকীদাহকে পরিবর্তন করে ফেলে।
মডার্নিস্ট আর আন্তঃধর্মীয় সংলাপের ফেরিওয়ালাদের কথা বিভ্রান্ত হবেন না। তাদের হাতের পুতুলে পরিণত হবেন না, তাদের মিষ্টি কথায় ভুলবেননা।
নিজেদের গোমরাহিকে জায়েজ করার জন্য তারা কুরআনের আয়াতের অর্থকে বিকৃত করে।
তারা বলে, কুরআনের কিছু আয়াতে বলা হয়েছে - ইহুদি, খ্রিস্টান সকলেই জান্নাতে যাবে।
আমরাও বলি যে কিছু ইহুদী এবং খ্রিষ্টান জান্নাতে যাবে। এতে কোন সন্দেহ নেই। এটা কুরআনেই বলা হয়েছে।
আর আল্লাহর কালাম নিয়ে কে প্রশ্ন করবে?
কিন্তু প্রশ্ন হল, কোন ইহুদীরা জান্নাতে যাবে?
কোন ইহুদি, খ্রিস্টানরা জান্নাতে যাবে?
যেসব ইহুদীরা মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় তাঁকে আল্লাহর রাসূল হিসেবে গ্রহণ করেছিল, তারা শিক্ষা গ্রহন করেছিল, পালন করেছিল – তারা জান্নাতে যাবে।
যেসব খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী হিসেবে মেনে নিয়েছিল, এবং তাঁর শিক্ষা অনুসরণ করেছিল, কুফর ও শিরক থেকে বিরত ছিল - তারা জান্নাতে যাবে।
আর আমরা তাদের সবাইকে মুসলিম হিসেবেই মনে করি। ”
- শাইখ আহমাদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহ
0 মন্তব্যসমূহ