ইন্টারফেইথ ও মর্ডানিজম -২ পর্ব
“ ইসলাম কোন পুরনো আসবাব না, যা বছর বছর মেরামত করতে হবে। যা ২০২০ এর জন্য সংস্কার করতে হবে।
ইসলাম নানান রূপ নেই। ইসলাম একটাই।
যে ইসলাম ১৪০০ বছর আগে নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। শিখিয়েছিলেন, পালন করেছিলেন।
এইটাই আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন। একমাত্র ধর্ম। একমাত্র জীবনব্যবস্থা।
এর কোনো সংস্কার, কোনো ঘষামাজার দরকার নেই।
আজ কিছু কিছু মানুষ নিজেদেরকে আল্লাহর চেয়ে বেশি দয়ালু দাবি করতে চায়। তারা দয়ার নামে অদ্ভূত সব যুক্তি আনে।
তারা বলতে চায় যে, কাফির-মুশরিকরাও জান্নাতে যেতে পারে।
দ্বীন বেঁচে দিন কাটানো এই লোকেরা এই ধরণের কথাবার্তা বলে আল্লাহর শত্রুদের কাছ থেকে মডারেট হবার সার্টিফিকেট পায়। তারা দ্বীন বিক্রি করে মডারেট হবার সার্টিফিকেট কেনে।
যারা দয়ার নামে কাফির ও মুশরিকদের জান্নাতী বানাতে চায়, তারা আসলে মনে করে আল্লাহ ও তাঁর রাসূল ﷺ এর চেয়ে বেশি বুঝে। তারা মনে করে তারা আর-রাহমান, আর-রাহীমের চেয়ে বেশি দয়ালু।
কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামী হবে, সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন।
তারা আল্লাহর ফায়সালাকে বাদ দিয়ে সেখানে নিজের মতকে প্রাধান্য দেয়, আল্লাহর বক্তব্যের বদলে নিজের মতকে প্রচার করার চেষ্টা করে।
সাধারণ মূলনীতি হলো -
যদি কেউ কুফর এবং শিরকের ওপর মৃত্যুবরণ করে, তাহলে তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম।
আল্লাহ সুবাহানা তায়ালা আযাবের ব্যাপারে কোনো সতর্ককারী না পাঠিয়ে কোনো জাতিকে আযাবে মুখোমুখি দাঁড় করাননা, এইটা সত্য।
তবে সতর্কবার্তা তাদের কাছে পৌঁছেনি, এই দাবি কারা করতে পারে, কাদের কাছ থেকে এই দাবি আসলে তা গ্রহণযোগ্য; সেটা আমাদের বিবেচনা করা দরকার।
কোন দুর্গম পাহাড়ের ভেতরে গুহায় বসবাস করা, বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোন গোত্র হয়তো এমন দাবি করতে পারে।
কিন্তু আজকে গুগলের যুগে, স্যাটেলাইট টিভি আর ইন্টারনেটের যুগে সব তথ্য যার হাতের নাগালে আছে, সে যদি দাবি করে ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছেনি – তাহলে সেটা গ্রহণযোগ্য না।
কিছু লোক আছে, যারা এখানে আপত্তি করতে চাইবে।
তারা এসে বলবে - আপনারা যেটা বলছেন সেটা ভুল। আজকের দুনিয়ায় সবাই হয়তো ইসলামের কথা শুনেছে, কিন্তু তাদের কাছে প্রকৃত ইসলাম পৌঁছায়নি।
কিন্তু মনে রাখবেন, মুমিন হিসেবে আমাদের দায়িত্ব হল আল্লাহর দ্বীনের দাওয়াহ পৌঁছে দেওয়া।
আর কাফেরদের দায়িত্ব হল সত্য দ্বীনের সন্ধান করা, সত্যের খোঁজ করা।
তাদের এই দায়িত্ব আমাদের দায়িত্বের চেয়েও অনেক বড়।
আমাদের জানা থাকা দরকার - ইসলামের খোঁজ করা প্রত্যেকর ওপর আবশ্যক। ”
- শাইখ আহমাদ মুসা জিবরিল হাফিজাহুল্লাহ
0 মন্তব্যসমূহ