রাসূলুল্লাহ ﷺ–এর যুগের মুসলমান বনাম বর্তমান যুগের মুসলমান — এক বাস্তব তুলনা”

 “রাসূলুল্লাহ ﷺ–এর যুগের মুসলমান বনাম বর্তমান যুগের মুসলমান 

 — এক বাস্তব তুলনা”



১️ ঈমানের উৎস ও গ্রহণের পদ্ধতি

★★রাসূলুল্লাহ ﷺ–এর যুগ: কুরআন–সুন্নাহ সরাসরি উৎস, রাসূল ﷺ নিজে শিক্ষা দিতেন, সাহাবারা তা নিখুঁতভাবে মানতেন। ঈমান ছিল সম্পূর্ণ আল্লাহর প্রতি আনুগত্যভিত্তিক।

★★আজকের যুগ: অনেক মুসলমানের ঈমান মানুষের বানানো আইন, দলীয় রাজনীতি, জাতীয়তাবাদ ও সংস্কারে মিশ্রিত। সরাসরি কুরআন–সুন্নাহ থেকে নেওয়া কম।


 ﴿فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ...﴾

“তোমার প্রতিপালকের শপথ! তারা মুমিন হবে না যতক্ষণ না তোমাকে (হে মুহাম্মদ ﷺ) বিচারক বানাবে।”

— সূরা নিসা ৪:৬৫


২) আল্লাহর শাসন ও জীবনব্যবস্থা

★★রাসূলুল্লাহ ﷺ–এর যুগ: রাষ্ট্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি—সবই আল্লাহর হুকুমে চলত।

★★আজকের যুগ: অধিকাংশ দেশে মানুষের বানানো সংবিধান, গণতন্ত্র, সেক্যুলার আইন চলছে।

﴿وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْكَـٰفِرُونَ﴾

“যে আল্লাহ যা নাযিল করেছেন তা অনুযায়ী শাসন করে না, তারা কাফির।”

— সূরা মায়িদা ৫:৪৪


৩) জিহাদ ও ত্যাগ

★★রাসূলুল্লাহ ﷺ–এর যুগ: ঈমান মানে ছিল আল্লাহর পথে ধন-প্রাণ উৎসর্গ; জিহাদ ছিল ঈমানের অংশ।

★★আজকের যুগ: ঈমান সীমাবদ্ধ ব্যক্তিগত ইবাদতে; শরিয়াহ প্রতিষ্ঠার জন্য ত্যাগ কম বা নেই।


 ﴿إِنَّ ٱللَّهَ ٱشْتَرَىٰ مِنَ ٱلْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَٰلَهُم...﴾

“আল্লাহ মুমিনদের জীবন ও সম্পদ ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে।”

— সূরা তাওবা ৯:১১১


৪ তাকওয়া ও গুনাহর প্রতি মনোভাব

★★রাসূলুল্লাহ ﷺ–এর যুগ: ছোট গুনাহও পাহাড়ের মতো মনে করত; গুনাহ হলে সাথে সাথে তওবা।

★★ আজকের যুগ: বড় গুনাহও স্বাভাবিক বা গর্বের বিষয়; সুদ, মিথ্যা, পর্নোগ্রাফি, গীবত—সবই প্রচলিত।

রাসূলুল্লাহ ﷺ বলেন:

“ছোট গুনাহ থেকেও বেঁচে থাকো।” — (মুসনাদ আহমাদ)


৫) ঐক্য ও ভ্রাতৃত্ব

★★রাসূলুল্লাহ ﷺ–এর যুগ: জাতি, বর্ণ, ভাষা নয়—ঈমান ছিল একমাত্র বন্ধন।

★★আজকের যুগ: জাতীয়তাবাদ, ভাষাভিত্তিক বিভাজন, দলীয় রাজনীতি মুসলিম ঐক্য ধ্বংস করেছে।


 ﴿إِنَّمَا ٱلْمُؤْمِنُونَ إِخْوَةٌ﴾

“মুমিনরা তো ভাই ভাই।”

— সূরা হুজুরাত ৪৯:১০


৬)  দুনিয়া বনাম আখিরাতের লক্ষ্য

★★রাসূলুল্লাহ ﷺ–এর যুগ: দুনিয়া ছিল হাতের মুঠোয়; আসল লক্ষ্য আখিরাত।বিজয় মানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা।

★★আজকের যুগ: দুনিয়াই আসল লক্ষ্য; বিজয় মানে রাজনৈতিক দল জয়, অর্থনীতি উন্নতি, ভোগবিলাস।


রাসূলুল্লাহ ﷺ–এর যুগের ঈমান = পূর্ণ আনুগত্য + ত্যাগ + জিহাদ + আল্লাহর শাসন

আজকের ঈমান = আংশিক আনুগত্য + ব্যক্তিগত ইবাদত + দুনিয়ামুখী জীবন


ফিরে আসতে হবে সাহাবিদের ঈমানের পথে—

তবেই উম্মাহ আবার সম্মান পাবে, তবেই আল্লাহর সাহায্য নামবে।

0 মন্তব্যসমূহ