ছাত্র রাজনীতি: ইসলামের দৃষ্টিতে এক ভয়ঙ্কর ফিতনা
বাংলাদেশের শিক্ষাঙ্গন আজ দখলদারিত্ব, সন্ত্রাস আর রক্তঝরার মাঠ। ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে চলে হত্যা, খুনোখুনি, টেন্ডারবাজি আর দখলযুদ্ধ। অথচ আল্লাহ তাআলা স্পষ্টভাবে সতর্ক করেছেন:
وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا
“পৃথিবীকে সংশোধনের পর এতে ফিতনা-ফাসাদ সৃষ্টি করো না।”
— (সুরা আ’রাফ ৭:৫৬)
কিন্তু ছাত্র রাজনীতি তো পুরো জাতিকে ফাসাদে নিমজ্জিত করেছে। শিক্ষাঙ্গন আজ বিদ্যার মন্দির নয়, বরং অপরাধীদের অস্ত্রাগার।
১) মেধা ধ্বংসের কারখানা
হলে থাকা মানে জ্ঞানচর্চা নয়, বরং অস্ত্র মজুদ রাখা। ভর্তি-বাণিজ্য, সিট বাণিজ্য, প্রশ্নফাঁস—সবকিছু ছাত্র রাজনীতির দখলে। অথচ রসুলুল্লাহ ﷺ বলেছেন:
مَن غَشَّ فليس مِنَّا
“যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।”
— (সহীহ মুসলিম, হাদীস ১০১)
কিন্তু ছাত্র রাজনীতি প্রতারণাকেই বৈধ করেছে, অন্যায়ের ওপর অন্যায় চাপিয়ে দিয়েছে।
২) সন্ত্রাস ও খুনোখুনি
শিক্ষাঙ্গনে ভাইয়ের হাতে ভাই খুন হয়। অথচ কুরআন ঘোষণা দিয়েছে:
وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا
“যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম; সেখানে সে চিরকাল থাকবে।”
— (সুরা নিসা ৪:৯৩)
আজ ছাত্র রাজনীতির নাম করে মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো হয় বিন্দুমাত্র দ্বিধা ছাড়া।
৩) দুনিয়ার রাজনীতির দাসত্ব
ছাত্র রাজনীতি মূলত জাতীয় দলের ক্যাডার তৈরির কারখানা। অথচ আল্লাহ তাআলা বলেন:
وَأَنِ احْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءهُمْ
“তুমি তাদের মাঝে আল্লাহ যা নাযিল করেছেন তার দ্বারা হুকুম দাও, আর তাদের খেয়ালখুশি অনুসরণ করো না।”
— (সুরা মায়িদা ৫:৪৯)
কিন্তু ছাত্র রাজনীতি আল্লাহর আইন নয়, বরং দলীয় নেতাদের খেয়ালখুশির দাসত্ব শেখায়।
৪) জাতির ওপর অভিশাপ
আজ ছাত্র রাজনীতির দোসররাই প্রশাসন, অফিস-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী, মন্ত্রণালয় সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ফলে পুরো জাতি জিম্মি হয়ে আছে তাদের হাতে। রসুলুল্লাহ ﷺ বলেছেন:
إِذَا وُسِّدَ الأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ
“যখন দায়িত্ব এমন লোকদের হাতে অর্পণ করা হবে যারা এর যোগ্য নয়, তখন কিয়ামতের অপেক্ষা কর।”
— (সহীহ বুখারী, হাদীস ৫৯)
৫) কেন ছাত্র রাজনীতি ফিতনা?
এটি শিক্ষা ধ্বংস করে—যেখানে বিদ্যা হওয়ার কথা, সেখানে অস্ত্র গর্জে ওঠে।
এটি ভ্রাতৃত্ব নষ্ট করে—মুসলিম ভাইয়ের রক্ত ঝরানো হয় দলীয় স্বার্থে।
এটি জাতিকে বন্দি করে—ছাত্র রাজনীতি থেকে জন্ম নেয় দুর্নীতিবাজ এমপি-মন্ত্রী, বিচারপতি, আমলা ও ক্যাডার বাহিনী।
এটি ইসলামী পদ্ধতির বিকল্প নয়—কারণ এর ভিত্তি কুরআন-সুন্নাহ নয়, বরং মানুষের খেয়ালখুশি (হাওয়া-হাওয়াস)।
ইসলামের দৃষ্টিতে ছাত্র রাজনীতি
রসুলুল্লাহ ﷺ বলেছেন:
مَن غَشَّ فليس مِنَّا
“যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।”
— (সহীহ মুসলিম, হাদীস ১০১)
তাহলে প্রশ্ন হলো, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য, টেন্ডারবাজি—এসব প্রতারণার কাজ করে যারা, তারা কি কখনো ইসলামপন্থী হতে পারে?
৬) ইসলামী বিকল্প কী?
ছাত্র রাজনীতি হলো মানুষের বানানো ভ্রান্ত পথ। কিন্তু ইসলাম আমাদের দিয়েছে খাঁটি রাজনৈতিক পদ্ধতি—খিলাফাহ।
খিলাফাহর অধীনে শিক্ষা হবে কুরআন-সুন্নাহ কেন্দ্রিক, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সমন্বিত।
শিক্ষার্থীরা হবে জ্ঞানচর্চার মাধ্যমে উম্মাহর ভবিষ্যৎ নেতা, মুজাহিদ, আলেম ও বিজ্ঞানী।
খিলাফাহ কখনো তরুণদের দলীয় সন্ত্রাসের হাতিয়ার বানাবে না; বরং তাদের প্রস্তুত করবে দাওয়াত, ই’দাদ ও জিহাদের জন্য।
রসুলুল্লাহ ﷺ বলেছেন:
الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ
“ইমাম (খলিফা) হলো ঢাল; তার পেছনে লড়াই করা হয় এবং তার দ্বারা রক্ষা করা হয়।”
— (সহীহ বুখারী, হাদীস ২৯৫৭)
অতএব ছাত্রদের রাজনীতি করার ক্ষেত্র হলো না দলীয় সন্ত্রাস, বরং ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠার সংগ্রাম।
৭) দাওয়াতি আহ্বান
হে মুসলিম যুবক!
তুমি কি জ্ঞানার্জনের নামে ক্যাম্পাসে গিয়ে দলে দলে বিভক্ত হয়ে ভাইয়ের বুকের রক্ত ঝরাতে এসেছো? নাকি তুমি এসেছো আল্লাহর দ্বীনকে শক্তিশালী করতে, উম্মাহর ভবিষ্যৎ হতে?
√ ছাত্র রাজনীতি হলো জাতির কবর খোঁড়ার হাতিয়ার।
√ খিলাফাহ হলো উম্মাহর মুক্তির আলোকবর্তিকা।
আজ তোমার সিদ্ধান্ত নিতে হবে—তুমি কি ভ্রান্ত ছাত্র রাজনীতির সন্ত্রাসী হবে, নাকি ইসলামের খলিফাহর সৈনিক হবে?
আজ শিক্ষা, প্রশাসন, বিচার—সব জায়গায় অযোগ্য, দুর্নীতিবাজ, সন্ত্রাসী প্রজন্ম প্রবেশ করেছে ছাত্র রাজনীতির হাত ধরে। এটাই জাতির সর্বনাশ।
বাংলাদেশের ছাত্র রাজনীতি কোনো কল্যাণ নয়, বরং এক ভয়ঙ্কর ফিতনা। কুরআন-হাদীসের আলোকে এর প্রতিটি কর্মকাণ্ড হারাম—ফাসাদ, খুন, প্রতারণা, অন্যায়ের দাসত্ব। যতদিন জাতি এই অভিশাপকে উপড়ে না ফেলবে, ততদিন শিক্ষা ধ্বংস, প্রশাসন দুর্নীতিগ্রস্ত, বিচারব্যবস্থা পক্ষপাতদুষ্ট এবং গোটা দেশ অন্ধকারেই বন্দি থাকবে।
ছাত্র রাজনীতি মানে জাতির কবর খুঁড়ে ফেলা। আর যারা এতে জড়িত, তারা আল্লাহর দৃষ্টিতে ফাসেক, যালিম, ফিতনাকারী ছাড়া আর কিছু নয়।
0 মন্তব্যসমূহ